Success Story

1992 marked the beginning of our journey. We have trained a great number of students in various paramedical trades and other associated skill development training courses over the past 20 years. The majority of these pupils have established themselves in their professional lives rather well. We are showcasing a few of their accomplishments here.

Kshadiram Handit

"আমি ক্ষুদিরাম পন্ডিত। আমি গড়িয়া এলাকায় থাকি আমি এখানে পড়তে এসেছিলাম GDA ADVANCE Course. আমি বর্তমানে হসপিটালে চাকরি করি এখান থেকে পাশ করেই চাকরিটা পেয়ে গেছিলাম ইনস্টিটিউটে আমার ধন্যবাদ"

"আমার নাম অর্পিতা দে। আমি কলকাতায় এলাকায় থাকি এখান থেকে GDA ADVANCE Course করে আমি বর্তমানে হসপিটালে চাকরি করি এখান থেকে পাশ করেই চাকরিটা পেয়ে গেছিলাম."

Sentu

"আমি সেন্টু চৌধুরী আমি এখানে ফিজিওথেরাপি করছি। এখনো পরীক্ষা শেষ হয়নি কিন্তু তার আগে আমি রোজগার শুরু করে দিয়েছি। আমি মাসে এখন ১৫ হাজার টাকা রোজগার করি |"

student-4

"আমি প্রবীর মন্ডল গোবরডাঙ্গা থেকে এখানেই ক্লাস করতে প্রতিদিন ট্রেনে আসতাম ,আমার পড়াশুনা চালানো মতো খরচ ছিল না ,এখান থেকে আমাকে একটা প্লেসমেন্টের ব্যবস্থা করে দেয়, ওখানে আমি আট হাজার টাকা করে পেতাম , ওই টাকা দিয়ে পড়াশোনা শেষ করি এবং পড়া শেষ করার পর ওখানেই চাকরি পাই। "

student-5

''আমার নাম সার্থকি শীল আমি স্কুল অফ মেডিকেল টেকনোলজি থেকে কোর্সটি শিখেছি ,আমার সঙ্গে আমার দিদিও শিখেছে ,এখান থেকে পাশ করার পর আমাকে একদিন বসতে হয়নি। আমি এখন রুটিন ল্যাবটারী কালেকশন সেন্টারে চাকরি করি। এর জন্য আমি স্কুল অফ মেডিকেল টেকনোলজি কে অনেক ধন্যবাদ জানাই।''

''আমার নাম তৃপ্তি কানা গুরিয়া আমি এখানে Gda করছি করেছি করার পর আমাকে নর্থ সিটি হসপিটালে ইন্টার্নশিপ এর জন্য পাঠিয়েছিল। কিন্তু আমার কাজ করার ক্ষমতা দেখে ওখানে আমি চাকরি পেয়ে যাই। ''

Student-7

"আমি দেবাশীষ রায় স্কুল অফ মেডিকেল টেকনোলজি থেকে ডিএমএলটি কোর্সটি পাস করেছে। তো এখানে ট্রেনিং হবার পরে আমি লাল প্যাথ ল্যাবে চাকরি পেয়ে গেছি এখানে এত ভালো শিখেছি বলে একবার ইন্টারভিউতে আমি চান্স পেয়ে গেছি।"

"আমি বিশ্বজিৎ পাত্র। আমি মেদিনীপুরে থাকি থেকে এখানে পড়তে এসেছিলাম ডি এম এল টি ,তো আমি অ্যাপেলো হসপিটালে চাকরি করি এখান থেকে পাশ করেই চাকরিটা পেয়ে গেছিলাম ইস্কুল অফ মেডিকেল টেকনোলজি কে আমার ধন্যবাদ"

"আমি মানস সরকার, আমি ঠাকুর পুকুরে থাকি। তা আমি এখানে এই কোর্সটি করেছি এখানে কোর্সের নাম হচ্ছে ডিপিটি। ডিপ্লোমা অফ ফিজিওথেরাপি কোর্স আমি চাকরি তা পাই ,এখন ১৫-২০ হাজার টাকা রোজগার করি। এবং আমি সংসার চালাই। ইন্সটিটিউটের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।"

"আমি রিনা দাস আমি এখানে ফিজিওথেরাপি কোর্স টি করছি। এখনো পরীক্ষা শেষ হওয়ার আগে আমি রোজ কাজ শুরু করে দিয়েছি। আমি মাসে এখন ১০-১২ হাজার টাকা রোজগার করি রোজগার করি."

"আমার নাম গোলাম দোস্তগীর আমি স্কুল অফ মেডিকেল টেকনোলজির কোর্সটি করেছিলে রবীন্দ্রভারতীর অধীনে ছিল আমি বর্তমানে মেডিকেল কলেজে কর্মরত।"

"আমার নাম নবীন গোপাল দত্ত আমি পানিহাটি এলাকায় থাকি এখান থেকে GDA ADVANCE Course করে আমি বর্তমানে নিজে ল্যাব খুলেছি এখান থেকে পাশ করেই নিজে ল্যাব খুলি।"

"আমার নাম প্রসেনজিৎ পালুই আমি স্কুল অফ মেডিকেল টেকনোলজির কোর্সটি করেছিলে রবীন্দ্রভারতীর অধীনে ছিল আমি বর্তমানে আরামবাগ কলেজে কর্মরত"

"আমার নাম শান্তনু মুখার্জি আমি স্কুল অফ মেডিকেল টেকনোলজির কোর্সটি করেছিলে রবীন্দ্রভারতীর অধীনে ছিল আমি বর্তমানে হরিপাল হসপিটালে কর্মরত আমি ইনস্টিটিউট এর কাছে কৃতজ্ঞ."

:আমার নাম পিযূস দাস আমি স্কুল অফ মেডিকেল টেকনোলজির কোর্সটি করেছিলে রবীন্দ্রভারতীর অধীনে ছিল আমি বর্তমানে বালি সরকারি হসপিটালে কর্মরত"

Scroll to Top
Open chat
Scan the code
SSMT
Hello
Can we help you?